Comentarios recientes

Jarod Kintz
Imma do both just in case.

a casual observer
Exactly! The edit function is there for a reason, so that we can improve other …

Serena Federer
What does this even mean????

Keyhero User
So, do you want to wear shoes years later?

Alan Watts
never stop learning

Más

kekibhabe's cotizaciones

Todos cotizaciones

আব্দুল্লাহ - আল্লাহ কে ?
আল্লাহ এক অতুলনীয়। তার কোন অংশ বা অংশীদার বা শরিক নেই। তিনি কারো উপর নির্ভরশীল নন, বরং সকলেই তার উপর নির্ভরশীল। তার কোন কিছুর অভাব নেই। তিনিই সকলের অভাব পূরণকারী। তিনি কারো পিতা নন, পুত্র নন, তাঁর সমতুল্য কেউ নেই। একমাত্র তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। কোন জ্ঞান বা চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারেনা। তিনি চিরকাল আছেন এবং থাকবেন। তিনি অনাদি ও অনন্ত। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। একমাত্র তিনিই ইবাদত (উপাসনা) পাওয়ার যোগ্য। তিনি সর্বশক্তিমান।.

আব্দুল্লাহ - চাহিদা বনাম প্রয়োজন
আল্লাহ 'আযযা ওয়া জাল ও তাঁর রাসূল সাঃ আমাদের প্রয়োজন পূরণ করতে শিখিয়েছেন। প্রয়োজন অস্বীকার করতে শেখাননি। প্রয়োজন পূরণ হবে, কিন্তু চাহিদা পূরণ হবে না। আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - আদম সন্তান যদি দু'টি মাঠ ভর্তি সম্পদের অধিকারী হয়ে যায় তাহলে সে তৃতীয় মাঠ ভর্তি সম্পদ খুঁজে বেড়াবে। আদম সন্তানের পেট-মাটি ছাড়া কোন কিছুই ভরাতে পারে না। যে ব্যক্তি তাওবাহ্ করে আল্লাহ তার তাওবাহ কবূল করেন। (সহীহ মুসলিম- ২২৮৩, ই.ফা).

আব্দুল্লাহ - নবীকে ﷺ ভালোবেসে কী লাভ?
রাসূলুল্লাহ সাঃ এর একজন সাহাবী ছিলেন। মদ পান করার কারণে তাঁকে বেশ কয়েকবার শাস্তি দেয়া হয়েছিল। বেত্রাঘাত করা হয়েছিল। তাঁকে শাস্তি দেয়া হত। তারপর তিনি আবার মদ পান করতেন। একদিন তাকে শাস্তি দেয়ার জন্য আনা হল। উপস্থিত মুসলিমদের একজন বলে উঠলেন, 'আল্লাহ তার ওপর অভিশাপ করুন! কতোবার তাকে নিয়ে আসা হয়েছে!' রাসূল সাঃ প্রত্যুত্তরে বললেন, 'তাকে অভিশাপ দিও না। আল্লাহর কসম! সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে।' (বর্ণনাটি বুখারিতে আছে, হাদিস নং ৬৭৮০).