একরাশ অভিমান বুকে নিয়ে বসে আছি। বাবার মাথায় এখন মেয়ের বিয়ের চিন্তা। অথচ একমাত্র ভরসার জায়গাটায় সবসময় বাবাই ছিলেন। অনেক প্রতিবন্ধকতার মধ্যে বড় হলেও, কোথাও যেন একটা অদৃশ্য স্বাধীনতার আস্বাদ পেয়েছি। বহুবার ভুল করেছি, মার খেয়েছি, কিন্তু ক্ষমাও পেয়েছি। বাবার লক্ষ্মী ছিলাম, হয়ত আজও আছি। তবে অভিমান জন্মায়, যখন বিয়ের কথা বলে। আমি তো বাবার ছেলে হতে চেয়েছি সবসময়।