ইউরোপীয় উপন্যাসের অনুকরণে বাংলা উপন্যাস যাত্রা শুরু করেছিল মনে করা হয়। কথাটি আংশিক সত্য। হ্যানা ক্যাথেরিন ম্যুলেন্স ফুলমণি ও করুণার বিবরণ লিখেছিলেন এদেশীয় পটভূমি নিয়ে; লেখাটি কাঁচা, ঠিক উপন্যাস হয়ে ওঠেনি। টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল লিখেছিলেন, সেটাও এদেশীয় সমাজ-পটভূমি নিয়ে। এরপর বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয় আধুনিক তথা ইউরোপীয় উপন্যাসের প্রচলন। বঙ্কিম অসাধারণ লেখক, তবে বঙ্কিমকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, টেকচাঁদকে সেভাবে দেওয়া হয় না।.