ความคิดเห็นล่าสุด

George R. R. Martin
We got 59.28 WPM and 100% accuracy!!! Yaaay!!!

George R. R. Martin
NICE QUOTE !!!!!

George R. R. Martin
WHAT A BEAUTIFUL WORLD

George R. R. Martin
WHAT A BEAUTIFUL WORLD

Neil Gaiman
fasttyper237

เพิ่มเติม

emonalikhan95's คำคม

ทั้งหมด คำคม

Emon Ali Khan - পজিটিভ চিন্তা কেন সাফল্য আনে?
আপনি যদি কোনওকিছু অর্জন করতে চান, তবে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি তা অর্জন করতে পারবেন। যদি এই মূহুর্তে তা অর্জন করার দক্ষতা বা অবস্থা নাও থাকে - তবুও যদি বিশ্বাস করেন - তাহলে আপনার দ্বারা তা অর্জন করা সম্ভব। কারণ বিশ্বাস থেকে আসে চেষ্টা, এবং চেষ্টা থেকে আসে অর্জন। আপনি যদি বিশ্বাস করেন যে, আপনি পারবেন - বার বার ব্যর্থ হয়েও আপনি হাল ছাড়বেন না - ফলে ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিতে নিতে একটা সময়ে আপনি সফল হবেন। কারণ এক পর্যায়ে ভুল করতে করতে আর সেই ভুল হবে না।.

Emon Ali Khan - ছাত্রজীবনে সময়ের মূল্য
ছাত্রজীবনকে বলা যায় জীবন সংগ্রামের প্রস্তুতির সময়। এ সময়ে যেমন বীজ বপন করা হয়, ভবিষ্যতে তেমন ফলই পাওয়া যায়। অধ্যয়নই ছাত্রদের প্রধান কর্তব্য। প্রতিদিনের পড়া পরবর্তী দিনের জন্য ফেলে না রেখে যথাসময়ে শেষ করার মানসিকতা থাকতে হবে। নিয়মিত পাঠাভ্যাসের পাশাপাশি শরীরচর্চা, চরিত্র গঠন, শৃঙ্খলা ও সংযমের অভ্যাস গড়ে তুলতে হবে। কর্মজীবনে সাফল্য নির্ভর করে ছাত্রজীবনে সময়ের সঠিক মূল্যায়নের ওপর। সুতরাং, শৈশব থেকেই কাজের প্রকৃতি অনুসারে সময়ানুবর্তী হওয়া একান্ত প্রয়ােজন।.