কাদের
- মোবাইলের অপব্যবহার
যুবসমাজের অবক্ষয়ের মূলে বর্তমানে মোবাইলের অপব্যবহার দায়ী। মাত্রারিক্ত মোবাইল ব্যবহারের ফলে যুবসমাজের পড়াশুনা ব্যহত হচ্ছে। মোবাইল এখন কোমলমতি শিশুদের হাতের নাগালে চলে আসায় তারা এখন অধিক সময় মোবাইল ব্যবহারে ব্যয় করছে যে কারনে তাদের সৃষ্টিশীলতার বিকাশ ব্যহত হচ্ছে। মোবাইল অপব্যবহার রোধে অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। বাচ্চাদেরকে সৃষ্টিশীলতামূলক কাজে আরো বেশি উৎসাহিত করতে হবে এবং বিভিন্ন খেলাধুলায় তাদের সুযোগ দিতে হবে।.
দৈনিক প্রথম আলো
- চকবাজার আগুনের ঘটনায় মামলা
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে চকবাজার থানায় এই মামলা হয়। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। চকবাজার থানা সূত্র এই তথ্য জানায়। চকবাজারের চুড়িহাট্টায় বুধবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয় ৬৭ প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়বে কলে ধারণা করা হচ্ছে। অগ্নিদগ্ধদের মধ্যে যে নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজন.